• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

ছাগল নিলাম নিয়ে সংঘর্ষ: নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ১৬:০৮
ফাইল ছবি।

খুলনার পাইকগাছায় মসজিদে দানকৃত ছাগল বিক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় ৮ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে আহত হয় ১০ জন। এর মধ্যে উভয় পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের দিন আবু বাক্কার শেখ নামে এক ব্যক্তি শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে একটা ছাগল দান করেন। নামাজ শেষে ছাগলটি ডাকে বিক্রির প্রস্তুতি নেওয়া হয়। বাকি বিক্রি হবে কি হবে না এ নিয়ে মসজিদের বিবাদমান কমিটির দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সৃষ্ট বিরোধের জের ধরে সংঘর্ষে ফজর গাজী (৫০) নামে একজন মারা যান।

ফজর গাজী শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মোস্তফা গাজীকে প্রধান আসামি করে ৮ জনের নামে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ মোস্তফাকে গ্রেপ্তার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেপ্তার
ভাবিকে খুন করে তাবলিগে আত্মগোপন, এরপর যা ঘটল
মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার