• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

রংপুরে আ.লীগ নেতা নিহত, ২ মাস পর মামলা

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ০৬:০৩
রংপুরে আ.লীগ নেতা নিহত, ২ মাস পর মামলা
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার সঙ্গে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে রংপুরের সাবেক কাউন্সিলর হারাধন রায় নিহতের ঘটনায় ২ মাস পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী কনিকা রাণী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন।

শনিবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আতাউর রহমান।

মামলার বিবরণে অজ্ঞাতনামা চার-পাঁচজনের কথা উল্লেখ করা হলেও কারও নাম উল্লেখ করা হয়নি।

এর আগে চলতি মাসের ২ অক্টোবর মামলাটি কোতয়ালি থানায় দায়ের করা হলেও বিষয়টি শনিবার জানাজানি হয়।

জানা যায়, নিহত হারাধন রায় হারা রংপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এ ছাড়াও তিনি রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের পরশুরাম থানা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। গত ৪ আগস্ট রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই দিন দুপুরে কাউন্সিলর হারাধন রায় হারা ও তার ভাগনে সবুজকে কুপিয়ে হত্যা করা হয়।

১৭ দিন পর মামলার বিষয়টি জানাজানি হলে ওসি আতাউর রহমান বলেন, ‘হারাধর রায় হারা নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

এ দিকে সরকারি নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগ নেতার স্ত্রীর অভিযোগ আমলে নিয়ে মামলা নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর
হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই: হাসনাত
রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে যা বললেন সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন বিকেলে