• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

মালয়েশিয়ায় নিহত ৩ রেমিট্যান্স যোদ্ধাকে মুন্সীগঞ্জে দাফন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ১৪:১১
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় আগুনে পুড়ে প্রাণ হারানো মুন্সীগঞ্জের তিন রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জে পৌরসভার রমজানবেগ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাদের। এর আগে শনিবার রাতে মরদেহ দেশে পৌঁছায়।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী (৪২), একই এলাকার আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)।

তিন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর মালয়েশিয়ার জোহর রাজ্যের শিল্প এলাকায় একাধিক রাসায়নিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩ জন।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে দীর্ঘ যানজট
পূজায় প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আড়িয়ল বিলে মিলল নিথর মরদেহ
মুন্সীগঞ্জে দিনমজুর হত্যায় সাবেক ২ এমপির বিরুদ্ধে মামলা