• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

নৌবাহিনীর অভিযানে খুলনায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার 

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ১৬:০৮

ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনার কয়রা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. ওমর সাদিক সানা ও মো. ইউসুফ ঢালী নামে দুজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাদকসহ একটি দেশীয় অস্ত্র, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ অভিযানে কয়রা থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় একাধিক মাদক ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের কয়রা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে কাতার নৌবাহিনী প্রধান
বিজয় দিবস কাবাডিতে নৌবাহিনী ও পুলিশ চ্যাম্পিয়ন
দেশীয় অস্ত্র হাতে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল
বেসামরিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী