পারিবারিক কলহে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ অক্টোবর ২০২৪ , ০৫:০৬ পিএম


পারিবারিক কলহে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড 
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যা করার দায়ে চাঁদ মিয়া (৪০) নামে এক স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

জানা যায়, দণ্ডপ্রাপ্ত চাঁদ মিয়া একই উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত কালু সরদারের ছেলে। খুন হওয়া স্ত্রী তাহমিনা একই এলাকার হানেফ মোল্লার মেয়ে। পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাত ৯টার দিকে স্ত্রী তাহমিনাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করেন তার স্বামী চাঁদ মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য প্রথমে উল্লাপাড়া কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। 

এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন থাকাবস্থায় ওই বছরের ৮ আগস্ট তিনি মারা যান।

পরে তাহমিনার বাবা হানেফ মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত বিচারে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত এ রায় প্রদান করলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে পেশকার মো. মনোয়ার হোসেন বলেন, ‘বিচারের শুরু থেকেই চাঁদ মিয়া পলাতক রয়েছেন। তাকে পলাতক দেখিয়েই আদালত এ রায় প্রদান করেন।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission