ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে এক মাদক কারবারি পলিথিনে মোড়ানো পোটলা ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন। এ সময় রোজি আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছে থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (২০ অক্টোবর) বিকেলে ৫ টার দিকে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তুহিন হাওলাদারকে ১ বছরের ও রোজি আক্তারকে ৭ দিনের কারাদণ্ড দেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।
কারাদণ্ড প্রাপ্ত তুহিন হাওলাদার শহরের পালবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ছেলে ও রোজি আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার রুহুল আমিনের মেয়ে।
সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। যাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে ২০০ টাকা আর যাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
আরটিভি/একে
মন্তব্য করুন