• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি 

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ০১:৩৫
ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে এক মাদক কারবারি পলিথিনে মোড়ানো পোটলা ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন। এ সময় রোজি আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছে থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২০ অক্টোবর) বিকেলে ৫ টার দিকে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তুহিন হাওলাদারকে ১ বছরের ও রোজি আক্তারকে ৭ দিনের কারাদণ্ড দেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।

কারাদণ্ড প্রাপ্ত তুহিন হাওলাদার শহরের পালবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ছেলে ও রোজি আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার রুহুল আমিনের মেয়ে।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। যাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে ২০০ টাকা আর যাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে ৩০ দিনের আল্টিমেটাম
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
এক্সরে করে মাদক কারবারির পেটে মিলল ইয়াবা
দাউদকান্দির পৌর বাজারে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান