• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

জমি নিয়ে বিরোধ, ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যার পর ডাকাত বলে চিৎকার 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ১৪:০১
ফাইল ছবি

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের ঘটনায় ভাই হিরনকে ফাঁসাতে হারুনুর রশিদ তার নিজের স্ত্রী জেসমিন আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যা করেন।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, হারুনুর রশিদকে ১৯ অক্টোবর রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হারুনুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের নুর মোহাম্মদ ডাক্তার বাড়ির মৃত হানিফ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, হারুনুর রশিদের সঙ্গে তার ভাই হিরনের জমি নিয়ে বিরোধ চলছিল। ১৫ অক্টোবর রাতে হারুনের পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। ওই রাত পৌনে ৩টার দিকে পার্শ্ববর্তী বিয়েবাড়ির সাজসজ্জা দেখতে যাওয়ার কথা বলে স্ত্রী জেসমিনকে নিয়ে বের হন তিনি। একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন। ঘটনাটি ডাকাতি বলে প্রচার করতে হারুনুর নিজেই তার হাতে ও ঘাঁড়ে আঘাত করেন। পরে দা পুকুরের পানিতে পরিষ্কারের পর ঘরে রেখে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। এতে আশপাশের লোকজন বাড়িতে এলে সবাইকে জানান ৭ থেকে ৮ জনের ডাকাতদল তাদেরকে কুপিয়েছে।

পুলিশ আরও জানায়, মূলত জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই হিরন ও তার স্ত্রীকে ফাঁসাতে হারুনুর নিজের স্ত্রীকে হত্যা করে ডাকাতি বলে ঘটনাটি প্রচার করেন। ১৯ অক্টোবর সন্ধ্যায় হারুনুরকে গ্রেপ্তারের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। রোববার (২০ অক্টোবর) দুপুরে আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

এ বিষয়ে ওসি কায়সার হামিদ বলেন, হারুনুর রশিদ আদালতে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে নির্বাচনে আসতে দেবে না জনগণ: আখতার
দীপ্ত টিভির কর্মী তামিম হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার
মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী
সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা