• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

‘চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এমন সন্তানদের খুঁজছে পুলিশ’

আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ১৭:২৬
‘চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এমন সন্তানদের খুঁজছে পুলিশ’
ছবি : সংগৃহীত

দেশের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত, এমন সন্তানদের পুলিশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আবদুল জলিল।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে কোনো ধরনের অনিয়ম হবে না। সকল প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। কোনো আর্থিক লেনদেন নয়, যোগ্যতার ভিত্তিতেই হবে সব।

পুলিশ সুপার বলেন, কোনো প্রার্থী কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। কিছু প্রতারক চক্র সুকৌশলে নিয়োগের জন্য প্রভাবিত করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে থাকে, তাদের ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের আশেপাশে এমন কোনো চক্রের কার্যক্রম দৃষ্টিগোচর হলে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দিয়ে নিয়োগের কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।

প্রার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোনো ভাবেই প্রলোভনে কিংবা ফাঁদে পা দেবেন না। সৎ, সাহসী, মেধাবি এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আপনার এমন সন্তানকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ।

উল্লেখ্য, ফরিদপুরে আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর শারীরিক, ১২ নভেম্বর লিখিত ও ১৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সঙ্গে যাচ্ছি, দেখা হবে আদালতে: ব্যারিস্টার সুমন
ঢাকার ট্রাফিক ব্যবস্থায় যুক্ত করা হলো শিক্ষার্থীদের, পাবেন সম্মানী
পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৮ কর্মকর্তার পদায়ন
ক্রসফায়ারে হত‍্যা, ওসিসহ ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা