ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিয়ের প্রলোভনে পোশাকশ্রমিককে ধর্ষণ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ২১ অক্টোবর ২০২৪ , ০৬:৫৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

চট্টগ্রাম নগরীতে বিয়ের আশ্বাসে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শফিউল আলম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

সোমবার (২১ অক্টোবর) র‌্যাব-৭ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। রোববার নগরীর চাঁন্দগাও এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. শফিউল আলম নগরীর চান্দগাঁও এলাকার শমসের পাড়ার মাহাবুব আলমের ছেলে। 

বিজ্ঞাপন

র‌্যাব-৭ জানায়, ভুক্তভোগী ভিকটিমের বয়স ২৯ বছর। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। গত বছর জানুয়ারিতে গার্মেন্টসে চাকরির সুবাদে গ্রেপ্তার মোহাম্মদ শফিউল আলমের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্ক চলাকালে চলতি বছরের মার্চে শফিউল আলম তাকে বিবাহ করার আশ্বাস দিয়ে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একত্রে বসবাস করতে শুরু করেন। পরবর্তীতে ভিকটিম গ্রেপ্তার শফিউলকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে শফিউল ভিকটিমকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ভিকটিম বাদী হয়ে চান্দগাঁও থানায় শফিউল আলমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |