• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২৪, ১৬:৫৩
ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়ারা জজ প্রথম আদালতের বিচারক জান্নাতুল নিলিফা আক্তার জাহান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মনির হাসান বালিয়াকান্দি নলিয়ার নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে মনির হাসান ও হাসি বেগমের বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। এ ছাড়া বিয়ের পর থেকে মনির হাসান তার স্ত্রী হাসি বেগমের বাড়িতে ঘরজামাই হিসাবে থাকতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়।

সে ধারাবাহিকতায় পারিবারিক কলোহের জেরে ২০২৩ সালে ২৯ জুন মধ্যরাতে স্বামী মনির হাসান তার গলা চেপে ধরে গোয়ালঘরের মধ্যে থাকা চাড়ির পানির মধ্যে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে নিহত হাসি বেগমের ভাই ইয়াকুব মোল্লা বাদি হয়ে রাজবাড়ী থানায় মামলা করেন।

রায়ের বিষয়টি বাদি পক্ষের আইনজীবী বিজন বোস নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য
সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ছাত্রদল: নাসির উদ্দীন
রাজবাড়ী ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো দম্পতির!