• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেহেরপুরে হলুদের মধ্যে মিলল চক পাউডার 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২৪, ১৯:৩৪
ছবি : আরটিভি

মেহেরপুরের গাংনীর সাঈদ স্টোর নামের একটি মুদি দোকানে হলুদের মধ্যে পাওয়া গেল চক পাউডার। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তেল ও ২৫ কেজি হলুদ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরীক্ষাগারে এই ভেজাল হলুদের সন্ধান মেলে।

মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ উদ্দীন ও স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম নিরাপদ খাদ্য পরীক্ষার অংশ হিসেবে গাংনী বাজার থেকে মাছ, তেল, হলুদসহ খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করেন। যা পরীক্ষা করে হলুদের মধ্যে চক পাউডারের গুঁড়া এবং ফুটপাতের ফাস্ট ফুডের তেলের মধ্যে মেলে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রার পোড়া তেল। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান দল তেল ও হলুদ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানি, গাংনী শাখার সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন।

নিরাপদ খাদ্য বিক্রি নিশ্চিত করার অঙ্গিকার করায় এসব ব্যবসায়ীদের প্রাথমিক সতর্ক করে তেল ও হলুদ জব্দ করা হয়।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আটক ১
মেহেরপুর মোনাখালি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার 
মেহেরপুর সড়কে গাছ ফেলে ডাকাতি