• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

হাতিয়ায় চাঁদাবাজির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২৪, ২১:৩১
ছবি : আরটিভি

নোয়াখালী হাতিয়ায় চাঁদাবাজি, লুটতরাজ ও মারামারি করে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট করে এলাকায় অশান্তি সৃষ্টিকারী এবং বহু মামলার আসামি জসিম উদ্দিনকে আটক করেছে হাতিয়া নৌবাহিনী কন্টিনজেন্ট।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১টায় জাহাজমারা এলাকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে আটক করে হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনী কন্টিনজেন্ট। পরে সন্ধ্যা ৭টায় তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

এর আগে নৌবাহিনী তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলার আসামি জসিম উদ্দিনকে হাতিয়ার ১০নং জাহাজমারা ইউনিয়ন থেকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ থাকায় দীর্ঘদিন পালিয়ে ছিলেম তিনি। অনেকদিন পর এলাকায় ফিরলে গোয়েন্দা খবরের ভিত্তিতে আজ দুপুরের দিকে একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে প্রাথমিক তদন্তে অনেকগুলো তথ্য উদঘাটন হয়েছে বলে জানান নৌ-কন্টিনজেন্ট।

উদঘাটিত তথ্য মোতাবেক হাতিয়া থানা পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ পরিবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
হাতিয়ায় আলোর মশালের শীতবস্ত্র বিতরণ
হাতিয়ায় পাঁচ শিক্ষককে বিদায় সংবর্ধনা দিলো শিক্ষার্থীরা
আমরা রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান