• ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১
logo

ভারতে পালানোর সময় আটক জামাই-শ্বশুর

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২৪, ২২:৫৬
ছবি : আরটিভি

ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহি সদস্য প্রণব কান্তি বড়ুয়াকে আটক করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতে পালানোর পথে তাদের আটক করা হয়। তারা সম্পর্কে শ্বশুর-জামাই বলে জানায় ইমিগ্রেশন পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় বিকেলে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ ইন্সেপক্টর মো. খায়রুল আলম জানান, চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং তার জামাই ভারতে যাওয়ার জন্য আখাউড়া ইমিগ্রেশনে আসেন। পরে ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তাদের উভয়ের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে আটক করে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় চাঁদাবাজির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলে আটক
কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, এরপর যা হলো
কক্সবাজারে অপরাধীদের টর্চার সেলের সন্ধান, আটক ৪