• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

শেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ০৯:৫২
শেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে মাহমুদুল হাসান জয় (২৬) নামের আরেক যুবক আহত হয়েছেন বলে জানা যায়। মঙ্গলবার পৌর শহর থেকে দহেড়পাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৩ অক্টোবর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ।

নিহত মোটরসাইকেল চালক সবুজ মিয়া উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

আহত মাহমুদুল হাসান জয় (২৫) উপজেলার মুন্সীপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে। আহত জয়কে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সবুজ মিয়া মোটরসাইকেলে দহেরপাড় সড়কে শ্রীবরদী শহরের দিকে আসছিল। অপরদিকে জয় শ্রীবরদী থেকে দহেরপাড়ের দিকে যাচ্ছিল। এ সময় পৌর শহরের শ্বষাণঘাট এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন জয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ‘এ ঘটনায় এক যুবক মারা গেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
সচিবালয়ের আগুন, নাশকতা নাকি দুর্ঘটনা এখনই বলা যাবে না: ফায়ার সার্ভিস
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫
সাঁথিয়ায় ট্রাকচাপায় নিহত ৩