সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সাভার পৌরসভার জামসিং এলাকার একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহটি বিলের ধারে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, সকালে রাস্তার ধারে চলাচল করার সময় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। তাদের ধারণা, কোন অটোরিকশা চালককে হয়তো হত্যা করা হয়েছে। এ সময় তার কাছ থেকে সব লুট করে অটো নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে মরদেহটি দেখে স্থানীয় কেউ চিনতে পারছেন না।
সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন