• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩ ভারতীয় আটক

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ১৫:২৭
কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩ ভারতীয় নাগরিক আটক
ছবি : আরটিভি

কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল। মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত পিলার ২০৫৯/৮-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন, মো. নাসির (৩৩), চম্পা চিত্রকর (২৫), মো. তামিম (৬)।

এ বিষয়ে লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৯/৮-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি (বাতানবাড়ি) নামক স্থান থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর নাসিরের খালু মো. তোতা মিয়ার বাড়িতে খালাতো বোনের বিয়ের নিমন্ত্রণে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন তারা। ফের ভারতে যাওয়ার সময় তারা আটক হন। পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ
বিদেশিদের অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে: আসাদুল্লাহ আল-গালিব
বিল থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার