• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

সাবেক এমপি রহিম উল্লাহর ৫ দিনের রিমান্ড

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ১৫:৫২
সাবেক এমপি রহিম উল্লাহর ৫ দিনের রিমান্ড
ছবি : সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তানিম।

জানা যায়, এসআই নাজমুল হাসান তানিম টমটম চালক জাফর হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত হাজী রহিম উল্লাহসহ ৫ আসামির প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, টমটম চালক জাফর হত্যা মামলায় হাজী রহিম উল্লাহসহ গ্রেপ্তার ৫ আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে ১২ অক্টোবর গ্রেপ্তারের পর ১৩ অক্টোবর রোববার দুপুরে ফেনী সদর আমলি আদালত-১ এ তাকে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহকে শনিবার (১২ অক্টোবর) ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

উল্লেখ্য, রহিম উল্লাহ ২১ বছর সৌদি আরবের জিদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনীতে যুবলীগ নেতা বোমা কামরুল গ্রেপ্তার
ছোট ফেনী নদীতে নৌকা উল্টে নরসুন্দর নিখোঁজ
এবারও ফেনী গার্লস ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫