• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চাঁদপুরে ২৭ জেলে আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ১৬:৪২
ছবি : আরটিভি

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় পৃথক অভিযানে ২৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩৩৬ কেজি ইলিশ, ৯ লাখ ১ হাজার ৩০০ মিটার জাল, পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা এবং দুইটি ড্রেজার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চাঁদপুরে পদ্মা, মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ২৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে ১১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথক অভিযান চালাচ্ছে। জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার জব্দ করা হয়। এই ঘটনায় ড্রেজার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মা ইলিশ রক্ষায় আগামী ৩ নভেম্বর পর্যন্ত নদীতে সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে দেড় লাখ কিশোরী পাবে জরায়ুমুখ ক্যান্সারের টিকা
পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে চাঁদপুরে সভা
চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১
সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩ শিক্ষার্থী