• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

সিরাজগঞ্জে ১৪ জেলের সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ১৭:৫৩
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের বেলকুচি অঞ্চলে যমুনা নদীতে মৎস্য নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করায় ১৪ জেলেকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি মা ইলিশ ও দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে যমুনা নদীর বেলকুচি অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় মা ইলিশের প্রজনন বৃদ্ধি করতে অভিযানে নামে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত আমাদের যমুনা নদীতে মা ইলিশ ডিম প্রজনন করতে আসবে। নির্বিগ্নে মা ইলিশ যেন ডিম প্রজনন করতে পারে সেজন্য মৎস্য অধিদপ্তর নদীতে মাছ শিকার নিষেধাজ্ঞা দিয়েছে। এ সময় আমরা জেলেদের ভিজিএফ চালসহ অন্যান্য সহযোগিতা করে থাকি। কেউ যদি এই আদেশ অমান্য করে মাছ ধরে তাহলে তাকে জেল জরিমানা করা হবে। এরই ধারাবাহিকতায় আজ অভিযান চালিয়ে নদীতে কারেন্ট জাল, ইলিশ মাছসহ ১৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে ছাত্রদলের সভাপতিকে শোকজ
সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য, ১০ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ