• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ২০:১০
ফাইল ছবি

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানায় রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে জানানো হবে।

গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধার করা মামলায় সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।

উল্লেখ্য, হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে, তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর তাকে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার একান্ত সচিব মোজাম্মেলের নিয়োগ বাতিল
তথ্য মন্ত্রণালয়ে নতুন সচিব ফারজানা
সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩ শিক্ষার্থী
সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ শিক্ষার্থীরা