• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আখাউড়ায় আনন্দ মিছিল

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৯
ছবি : আরটিভি

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ মিছিল করেছে আখাউড়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের আদর আলী কমপ্লেক্সের সামনে থেকে এ আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে একটি সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় উপজেলা ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জিয়াউল হাসান খান (সানী), আখাউড়া উপজেলার ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন জীবন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ ও আবির হোসেন টিপু, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল সরকার ও সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্য দিয়ে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নোবিপ্রবিতে আনন্দমিছিল 
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ইয়াজ গ্রেপ্তার
ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ঢাবিতে আনন্দ মিছিল
ছাত্রলীগ নিষিদ্ধ করল সরকার