• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজারে সাগর উত্তাল

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ১৭:২০
ছবি : আরটিভি

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। বড় বড় ঢেউ তীব্র বেগে সৈকত উপকূলে আছড়ে পড়ছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে উত্তাল সাগরে নিষেধ না মেনে পর্যটকদের গোসল করতে দেখা গেছে। এর আগে থেকে সাগরে না নামতে ট‍্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানা কক্সবাজারসহ বাংলাদেশসহ উপকূলে আঘাত হানার আশঙ্কা তেমন নেই। এটি বৃহস্পতিবার মধ‍্যরাতে ভারতের উড়িশা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে।

তিনি আরও জানান, প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চর সমূহের ওপর দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বার্জের ধাক্কায় কক্সবাজারে উখিয়ার ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে জোয়ারের পানির তোড়ে একটি বার্জের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজ সকাল থেকে কক্সবাজারের আকাশ মেঘলা রয়েছে। বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রলারভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক
মহেশখালী থেকে বিলুপ্তপ্রায় ১২ হনুমান উদ্ধার
রামুতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত