• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১

আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ১৭:৩৪
ছবি : সংগৃহীত

সিলেট সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার বিকেলে সিলেটের মুরাদপুর বাজার-সংলগ্ন সড়কে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে সিলেটের মুরাদপুর বাজার-সংলগ্ন সড়কে চৌকি বসিয়ে যানবাহন তল্লাশিকালে চোরাই চিনির চালান জব্দ করা হয়। একজনকে আটক করে এসএমপির শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬৯ বস্তা চিনি জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ট্রাকচালক আশরাফুল ইসলামকে আটক দেখানো হয়েছে। তিনি রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ২৪ বাংলাদেশি আটক
কুষ্টিয়ায় সেনাবাহিনীর পোশাক-ব্যাজসহ ভুয়া মেজর আটক
মগবাজার ক্রসিংয়ে আটকে পড়ল গাড়ি, দুমড়েমুচড়ে চলে গেল ট্রেন
আরও ২ মামলায় খালাস পেলেন তারেক রহমান