ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণায় সিরাজগঞ্জে মিষ্টি বিতরণ
সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের খবরে সিরাজগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় শহরের এস এস রোড থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করেন। পরে মিছিলটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পথচারী, শ্রমিক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান, ইয়াসির আরাফাত ইশান ও টিএম মুশফিক সাদ।
এ সময় সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান বলেন, ছাত্রলীগ গত ১৬ বছর ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের আন্দোলনেও সিরাজগঞ্জে তারা ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও গুলি চালিয়ে আমাদের ভাইদের হত্যা করেছে। এ দেশ থেকে ছাত্রলীগ ও তার দোসরদের সমূলে উৎখাত করতে চাই। তখনই আমাদের ছাত্র-জনতার এত আত্মত্যাগ সার্থক হবে।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন