নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভাঙনকবলিত স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের দুই শতাধিক মানুষ নৌকায় এসে জেলা শহরের কুড়িগ্রাম-চিলমারী সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন ভাঙনকবলিত ভুক্তভোগী নাগর আলী, বিদ্যুৎ প্রামানিক ও ফজলুল হকসহ অন্যান্যরা। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, রৌমারীর ঘুঘুমারী সাহেবের আলগা এলাকায় নদীভাঙন রোধে প্রকল্প প্রস্তাব করা হয়েছে। খুব শিগগিরই ওই এলাকাগুলো পরিদর্শনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন এবং আশা করা যায় দ্রুত এ প্রকল্পটি বাস্তবায়ণ হবে।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন