• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে গরু চোর চক্রের ৫ সদস্য আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ২৩:০৯
ছবি : আরটিভি

চাঁদপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা বাজার থেকে চোর চক্রের সদস্যদেরকে আটক করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরীরা চোর চক্রের সদস্য আল আমিনকে হাতেনাতে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে বাজার ব্যবসায়ী কমিটি শোল্লা বাজারের নির্মাণাধীন পাবলিক টয়লেটে আল আমিনকে আটক রেখে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি ৪ জনকে সনাক্ত করে এবং তাদের আটক করে একস্থানে আটকে রাখে।

আটককৃত অন্যরা হলেন- ফারুক, শফিকুর রহমান, হেলাল উদ্দিন ও ফরিদ হোসেন।

বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল সবুজ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় লোকজনের গবাদি পশু চুরির ঘটনা হয়ে আসছে। আটকদের স্বীকারোক্তির মাধ্যমে আরও যারা জড়িত পুলিশ তাদেরকে খুঁজে বের করতে পারবে।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) খোকন দাস জানান, গরু চোর চক্রের সদস্যদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, আটক চোর চক্রের সদস্যের বিরুদ্ধে মামলা হবে। শুক্রবার সকালে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে মাওলানা সাদ পন্থীদের স্মারকলিপি ও সমাবেশ 
পাওনা টাকা না পেয়ে অটোরিকশাচালককে হত্যা
চাঁদপুরে আদালত প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কর্মসূচি পালন
চাঁদপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সভা