• ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১
logo

সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা 

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ২৩:৪৬
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ছুরি দিয়ে একজন বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত লুৎফা বেগম (৭৫) চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজ ঘরে একটি প্লাস্টিকের চেয়ারে বসে মাগরিবের নামাজ আদায় করছিলেন চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকার লুৎফা বেগম। এমতাবস্থায় পেছন থেকে প্রতিবেশী স্থানীয় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা পান্না বেগম (৩২) নামে এক নারী তার গলায় ছুরিকাঘাত করলে গভীর ক্ষত করে। তখন লুৎফার ছেলের বউ আফরোজা বেগম পান্নাকে দেখে ফেললে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। স্থানীয় লোকজন চলে এলে পান্না বেগম তার নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার আসল রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, চরসেনসাস ইউনিয়নের রফিকুল ইসলাম বালার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনিই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন। ঘটনাস্থলে থানা পুলিশ তদন্ত করছে। এখনো কোনো মামলা হয়নি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলে আটক
সাঁকো পারাপার নিয়ে দ্বন্দ্ব, কৃষককে হত্যায় গ্রেপ্তার ২
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড