• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

খামার থেকে ডিম ও মুরগি চুরি

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ০৯:৪৭
ছবি : সংগৃহীত

মিরসরাইয়ে খামার থেকে চার হাজার ডিম ও ৭০টি লেয়ার মুরগি চুরির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার পূর্ব মিঠানালা এলাকার মোশাররফ পোল্ট্রি খামারে এ চুরির ঘটনা ঘটে।

মোশাররফ পোল্ট্রি খামারের মালিক ফরহাদ মাহমুদ কাউছার বলেন, পাঁচ বছর ধরে আমি পোল্ট্রি খামারের ব্যবসা করে আসছি। বুধবার রাত ১০টায় প্রতিদিনের ন্যায় খামার বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খামার খুলতে এসে দেখি খামারের চারপাশে থাকা জিআই তার কাটা এবং ভিতরে ঢুকে দেখি ৪ হাজার ডিম এবং ৭০টি ডিম পাড়া লেয়ার মুরগি নিয়ে গেছে চোর। চুরির ঘটনায় মিরসরাই থানা একটি লিখিত অভিযোগ দিয়েছি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, পোল্ট্রি খামারে চুরির ঘটনায় ফরহাদ মাহমুদ কাউছার নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা স্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক গণপূর্তমন্ত্রীসহ ২৩৬ জনের নামে মামলা
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
মিরসরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
মিরসরাইয়ে ত্রাণ বিতরণের সময় শিক্ষার্থীকে পিটিয়ে জখম