• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ১৩:৫৮
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তার প্রাইভেটকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার চেঙ্গাকান্দি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মোহাম্মদ হানিফ (৬০)। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মো. কেরামত আলীর ছেলে ও পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় হানিফকে কুপিয়ে হত্যার পর তার গাড়িটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, নিহত হানিফের স্ত্রী রহিমা বেগম ও তার দুই ছেলেসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর সকাল ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন 
আমু-কামরুলকে বুধবারের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
ডেঙ্গুতে মৃত্যু বাড়ার কারণ জানালেন স্বাস্থ্যের ডিজি 
তরুণীকে গুলি করে হত্যা, রিভলবারসহ প্রেমিক গ্রেপ্তার