• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

ধানখেতে পড়ে ছিল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ১৯:০৩
রাজবাড়ী
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের পাশের এক ধানখেত থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মাজবাড়ি ইউনিয়নের মোহনপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালুখালীর মোহনপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ মণ্ডল আজ (শুক্রবার) সকালে নিজের ধানখেতে কাজ করতে গিয়ে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে স্থানীয় গ্রাম পুলিশকে বিষয়টি জানান তিনি। তারা কালুখালী থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহের পরিচয় শনাক্ত ও ক্রাইমসিন প্রস্তুতের জন্য পিবিআই ও সিআইডির ফরেনসিক ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, মরদেহের শরীরে থাকা পোশাক দেখে ধারণা করা হচ্ছে এটি মধ্যবয়সী কোনো নারী হতে পারে। আমাদের ধারণা ৭-৮ দিন আগে তাকে হত্যা করে মরদেহটি ধানখেতে ফেলে রাখা হয়। খেতে পানি থাকায় মরদেহটি পচে গেছে।

তিনি বলেন, আলামত সংগ্রহের জন্য মরদেহটি উদ্ধার করা হয়নি। ফরেনসিক টিমকে জানানো হয়েছে তারা এলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

আরটিভি নিউজ/এফএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক 
দুদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
যমুনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
সীমান্তে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে বিএসএফ