• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

রংপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ২১:০৩
রংপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই যুবকের নাম আয়নাল হক (৩২) বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

নিহত আয়নাল ওই এলাকার মৃত নুরু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে গরুর খামারে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গরু চুরির চেষ্টা করে দুষ্কৃতকারীরা। এতে বাধা দেন আবদুস সাত্তারের স্ত্রী মঞ্জুয়ারা বেগম। এ কারণে তাকে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে চলে এলে চোরের দল পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে ওই বৃদ্ধার স্বজনরাসহ এলাকাবাসী ধলাপাড়া গ্রামে গভীর রাতে আয়নালের বাড়ি ঘিরে ফেলে তাকে গণপিটুনি দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আয়নাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, বৃহস্পতিবার রাতে চুরি করতে গিয়ে বাধার মুখে এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চোররা। পরে সংক্ষুব্ধ গ্রামবাসী আয়নালকে ধরে নিয়ে এসে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

ওসি আরও বলেন, নিহত আয়নালের বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালকে বিধ্বস্ত করে হ্যাটট্রিক জয় রংপুর রাইডার্সের
বরিশালকে অলআউট করে সহজ লক্ষ্য পেল রংপুর
বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর, তামিমের অভিষেক
নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ব্যাক টু ব্যাক জয় রংপুরের