• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কাপ্তাই হ্রদে জেলের জালে ধরা পড়ল ১২ কেজির চিতল

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ২২:৩০
কাপ্তাই হ্রদে জেলের জালে ধরা পড়ল ১২ কেজির চিতল
ছবি : সংগৃহীত

কাপ্তাই হ্রদে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) হ্রদের খাগড়াছড়ির মহালছড়ি অংশে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি প্রতি কেজি ৮০০ টাকা দরে ৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান মাছটি ক্রয় করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহালছড়ির কাপ্তাই হৃদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসরুল্লাহ।

ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ‘সকালে কাপ্তাই লেকে ১২ কেজি ওজনের চিতল মাছ ধরার খবর পেয়ে জেলের কাছ থেকে এটি কিনে নেই।’

এ বিষয়ে মহালছড়ির কাপ্তাই হৃদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসরুল্লাহ বলেন, ‘এ মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় কাপ্তাই লেকে পানি বেশি। পানির স্তর স্বাভাবিক থাকায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরছে। এখানে প্রায় ৭৫ প্রজাতির মাছ পাওয়া গেলেও চাপিলা, কাচকিসহ ছোট মাছের আধিক্য বেশি। বড় সাইজের মাছ কম ধরা পড়ে।’

তিনি বলেন, ‘বড় মাছের আকাল যখন চলছে তখন ১২ কেজি ওজনের চিতল ধরা পড়ল। জেলে অবতরণ কেন্দ্রে মাছটি আনার পর প্রতি কেজি ৮০০ টাকা দরে ৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপ্তাই হ্রদে সুবলং চ্যানেল জয়ে জলে ৩০ প্রতিযোগী
ভাসমান জুতা দেখে খোঁজাখুঁজি, হ্রদ থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু
এবার কাপ্তাই জলকপাট খুলে দেওয়া হলো দেড় ফুট