• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

১৪০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ০৮:২৮
ছবি : সংগৃহীত

শেরপুরে প্রাইভেটকার থেকে ১৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জব্দ করা মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের খোয়ারপাড় মোড়ে একটি প্রাইভেটকার থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রমজান আলী (২৪) জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাছ আলীর ছেলে।

শেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সালেমুজ্জামান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের খোয়ারপাড় মোড়ে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় নালিতাবাড়ী থেকে জামালপুরগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে প্রাইভেটকারটিকে চ্যালেঞ্জ করে তারা। পরে প্রাইভেটকারের গতিরোধ করে তাতে তল্লাশি চালালে প্রাইভেটকারে থাকা ৬টি প্লাস্টিকের বস্তায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৪০ বোতল মদ পাওয়া যায়।

তিনি জানান, মদসহ প্রাইভেটকার জব্দ করে চালক রমজান আলীকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফেনীতে গ্রেপ্তার ৩
যুক্তরাজ্যে পা দিলে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু
মাগুরায় উপজেলা মহিলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার
বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার