সাঁথিয়ায় বস্তায় আদা চাষ করে অধিক লাভবান কৃষক
দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে এবং শারীরিক সুস্থতা ও ওজন হ্রাসে মসলা জাতীয় ফসলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক সময়ে মানুষ বিভিন্ন পন্থায় বিজ্ঞানভিত্তিক অনাবাদি পতিত ও বাগানের মধ্যে বস্তায় চাষাবাদ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পাবনার সাঁথিয়ায় বস্তায় আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এখানকার কয়েকজন কৃষক। বেশ লাভবানও হয়েছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দিনদিন বাড়ছে মানুষ, কমছে আবাদি জমি। বাড়ছে চাহিদা। এ বিষয়কে লক্ষ্য রেখে সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব গোস্বামীর প্রচেষ্টায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদের প্রশিক্ষণ প্রদান, উঠান বৈঠক, উদ্বুদ্ধকরণ এবং কিছু ক্ষেত্রে কৃষি উপকরণ সহায়তা প্রদানের মাধ্যমে সাঁথিয়ায় এ বছর ৩১ হাজার ৫০০ বস্তায় ৪৭ হাজার ৫০০ কেজি আদা থেকে ৯৫ হাজার কেজি আদা প্রাপ্তির আশা করছেন কৃষি অফিস।
সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও আদাচাষি আকতারুজ্জামান বলেন, তার আম বাগানে ৬০০ বস্তায় আদা চাষ করেছেন। যদি প্রতি বস্তায় এক কেজি আদা হয় তাতেই বাজার দরের অর্ধেক লাভ হবে। আর বেশি হলে লাভ আরও হবে। আগামীতে তিনি ২ হাজার থেকে আড়াই হাজার বস্তায় আদা লাগাবেন।
কাশিনাথপুর ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শফিউজ্জামান জানান, তার সুপারি ও আম বাগানের ফাঁকে কৃষি অফিসের পরামর্শে ৫০০ বস্তায় আদা চাষ করছেন, গাছের অবস্থা দেখে তিনি ভালো ফল পাবেন বলে আশা করছেন। আগামীতে তার বাগানে আড়াই হাজার থেকে ৩ হাজার বস্তায় আদা চাষ করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব গোস্বামী জানান, সাঁথিয়ায় এ বছর আবাদকৃত ৩১ হাজার ৫০০ বস্তায় ৪৭ হাজার ৫০০ কেজি আদা থেকে ৯৫ হাজার কেজি আদা প্রাপ্তির আশা করছেন আদাচাষি কৃষক-কৃষাণী ও উপজেলা কৃষি অফিস। যা উপজেলার চাহিদা মিটিয়ে অন্য জায়গায় বিক্রি করে কৃষকেরা বেশ লাভবান হবেন।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন