• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

অবৈধভাবে মজুত করা চার হাজার বস্তা সার জব্দ

আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ১২:২৯
ছবি : সংগৃহীত

ফরিদপুর শহরের নদী বন্দর সিঅ্যান্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার বস্তা অবৈধভাবে মজুত করা ডিএপি কীটনাশক সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড় এলাকায় একটি গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা অবৈধভাবে মজুত করা ডিএপি কীটনাশক সার জব্দ করেন। এ সময় কার্গো এবং গোডাউন সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড়ের গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা সার জব্দ করা হয়েছে। গোডাউন সিলগালা করা হয়েছে। অভিযান কালে গোডাউন মালিককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ফরিদপুর নৌ পুলিশের কর্মকর্তা মাসুদুল আহমেদ গণমাধ্যমকে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা কার্গোতে খেয়াল রাখছি। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো মালামাল অপসারণ করতে দেওয়া হবে না। কার্গোতে থাকা মালামাল জব্দ করা হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশাচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
‘চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এমন সন্তানদের খুঁজছে পুলিশ’
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০
বিষাক্ত অ্যালকোহল পানে ২ কলেজছাত্রীর মৃত্যু