• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল ২ হাজার রোগী

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ১৪:০৭
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরে রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার রাধাপুর উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্পের কার্যক্রম চলে।

এতে ঢাকা থেকে আগত ২৫ জন চিকিৎসক নিউরো মেডিসিন, শিশু, নাক-কান গলা, চক্ষু, গাইনী, মেডিসিন, চর্ম, ডেন্টাল সহ বিভিন্ন রোগের নির্ণয় সহ চিকিৎসা প্রদান করেন। আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের সেনাবাহিনীর সহায়তায় বিনামূল্যে ওষুধও সরবরাহ করাও হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মন্নাফ, রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল হক বাবুল, সিনিয়রসহ সভাপতি মোস্তাফিজুর রহমান।

আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্য সেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ সারা দিনে প্রায় দুই হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন আর ঐক্য নিয়ে তালবাহানা প্রত্যাশা করি না: আযম খান
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা
যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল