• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

হিলিতে শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ১৪:৩৭
ছবি : আরটিভি

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা মজলিসের শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা সাবেক আমীর আব্দুল মান্নান, পৌর জামায়াতের আমীর সাইফুল ইসলাম, বোয়ালদাড় ইউনিয়ন জামায়াতের আমীর শাহিনুর ইসলাম, আলিহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা দক্ষিণের ছাত্র শিবিরের সভাপতি আব্দুল কায়ুম, উপজেলা ছাত্র শিবিরের আলহাজ হোসেন, জামায়াতের সমর্থক আব্দুর রশিদ মাষ্টার, সাইদুল ইসলাম, মেহেদী হাসান, শাহিনুর ইসলাম শাহিনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিল এবং আমাদের নেতাকর্মীদের শূন্য করতে চেয়েছিল। সেদিন ঢাকা পল্টন ট্রাজেডিসহ সারা দেশে প্রায় দেড় হাজার জামায়াত শিবিরের নেতাকর্মীর শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তাণ্ডব না চালাতে না পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। আওয়ামী সরকার সবচেয়ে জামাত শিবিরের জুলুম নির্যাতন করেছে। যার-ফলে আজ তারা দেশ ছাড়া হয়েছেন। তাই সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সুন্দর এই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে ২৮ অক্টোবর ২০০৬ সালে এবং ২০২৪ সালে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ পরিবারের অন্তত একজনকে চাকরি দিতে হবে: জামায়াত আমির
অমুসলিমরাও জামায়াতের সদস্য হতে পারেন, যদি শপথ নেন ৪ বিষয়ে 
আওয়ামী লীগের আর ভোট চাওয়ার অধিকার নেই: জামায়াত আমির
ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব সংবিধান মেনে হয়নি: জামায়াত সেক্রেটারি