সমুদ্রে গোসলে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
কক্সবাজারে সাগরে গোসলে নেমে মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে।
শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
মৃত মাহমুদুর কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদ্রাসার ছাত্র মাহমুদুর রহমানসহ ৬ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সকলে সাগরে গোসলে নামে। এক পর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে যায়। এতে ভেসে যেতে থাকলে বন্ধুদের শোর চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মীরা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে।
পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান, পর্যটন শাখার এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তানভীর হোসেন জানান, মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন