• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সেনাসদস্যকে পেটানোর ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ গ্রেপ্তার ৩ 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ২০:৪৬
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সেনাসদস্য মঞ্জুরুল আলমকে হামলা চালিয়ে আহত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী মঞ্জুরুর আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে রায়পুর থানার মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান, তার ভাই মোসলেহ উদ্দিন জিকু ও জামাল উদ্দিন পিকু। তারা শিবপুর গ্রামের মৃধাবাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

অভিযুক্ত অন্যরা হলেন, শাকিল হোসেন, আব্বাস উদ্দিন, আলাউদ্দিন রিংকু, আবদুল্লাহ, রহিম, সুমন ও রাজু। তারা গ্রেপ্তারকৃতদের আত্মীয়-স্বজন।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে, শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এজাহার সূত্র জানায়, বাদী মঞ্জুরুল আলমের মৃধা বাড়ির শাহ আলমের ছেলে। তিনি সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। অভিযুক্ত রিগ্যানদের সঙ্গে মঞ্জুরুল আলমদের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধীয় জমিতে অভিযুক্তরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সুপারি পাড়তে শুরু করে। ঘটনাস্থল গেলে অভিযুক্তরা বাদীর ওপর হামলা করে তাকে অভিযুক্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে এলে তার ভাই, মাসহ আরও তিনজনকে পিটিয়ে আহত করেন তারা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সেনাসদস্যের ওপর হামলার ঘটনার মামলায় আটক ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গ্রেপ্তারকৃতদের আটক করে সেনাবাহিনী আমাদের থানায় সোপর্দ করে।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক
একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য
ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়: শায়খে চরমোনাই
মার্কিন আদালতে ভারতীয় ধনকুবের আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা