• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ২২:২৭
ছবি : আরটিভি

ভোলা জেলা সদরের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।

শনিবার (২৬ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে নৌ কন্টিজেন্ট ক্যাম্প। আটক ডাকাতরা হচ্ছেন, মনির হোসেন বেপারী ও রাসেল আহমেদ।

অভিযানের অপারেশন অফিসার জানান, কন্টিজেন্ট কমান্ডার আবুবকর সিদ্দিকের নেতৃত্বে তার একটি টিম শনিবার ভোরে মেঘনা নদী ও চরাঞ্চলে ডাকাতির অভিযোগে দুজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে একটি পিস্তল, ৫টি রামদা, ৩টি ক্রিজ, ১টি ড্রেগার, ২টি টেন্ডা, ৩টি রামদাসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পুলিশের একটি টিমও কাজ করে। আটক ব্যক্তিদের দুপুরে ভোলা থানায় সোপর্দ করা হয়।

এলাকাবাসী জানান, আটক নৌ-ডাকাতরা ইলিশা, রাজাপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করা, চাঁদাবাজি করা ও নদীতে ডাকাতি করত। এদের বিরুদ্ধে ভোলা থানায় একাধিক মামলা রয়েছে।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসামরিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
নওগাঁয় হত্যা ও ডাকাতি মামলার ২ আসামি গ্রেপ্তার
মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আটক ১
ডাকাতি রুখতে সবার সহযোগিতা প্রয়োজন: ডিআইজি আলমগীর