• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৭
ছবি : সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর রাত সাড়ে ৪টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। ভোর সাড়ে ৫টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দেড় ঘণ্টা পর সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে ৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু
ধানখেতে পড়ে ছিল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
গৃহবধূ হত্যায় প্রেমিকের মৃত্যুদণ্ড