• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১০:৪৫
ফাইল ছবি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. সবুজ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরিদ মেম্বারের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সবুজ তার ফুফার মুদি দোকানে চাকরি করতেন। বিকেল ৪টার দিকে ফুফার মুদি দোকানের টিনের ওপর থাকা গাছের ডাল কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এক পর্যায়ে ছেঁড়া তার তার মাথার ডান পাশে এসে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফজল আজিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান নোয়াখালীবাসীর
৪৩ লাখ ‘ফ্যামিলি কার্ড’ বাতিলের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান বাবলু আটক