• ঢাকা সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১
logo

সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে শিয়াল

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১২:০২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারীসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শিয়ালের আতঙ্কে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী ও ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেলে একটি শিয়াল হঠাৎ করে গ্রামের ভেতর চলে আসে। এ সময় শিয়ালের কামড়ে পরমেশ্বরদী ও ভিটি পাড়া গ্রামের সড়কে ও বসতভিটায় অবস্থান করা শাহজালাল (১৪), সোহাগ (১১), মো. হালিম (৫০) ও রুবী বেগমসহ (৬০) প্রায় ২০ জন আহন হয়।

ভিটি পাড়া গ্রামের মো. এছাক বলেন, বিকেল ৪টার দিকে একটি শেয়াল হঠাৎ লোকালয়ে চলে আসে। এ সময় যাকেই সামনে পেয়েছে কামড়ে আহত করেছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. ফাতেমা জানান, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় শিয়ালের কামড়ে আহত ৫
হেফাজতকাণ্ডে সোনারগাঁয়ে দুই সাবেক সাংসদসহ ১২৮ জনকে আসামি করে মামলা
কবরস্থানের জমি বিক্রি, দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন 
সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান, কারেন্ট জাল জব্দ