• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে শিয়াল

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১২:০২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারীসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শিয়ালের আতঙ্কে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী ও ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেলে একটি শিয়াল হঠাৎ করে গ্রামের ভেতর চলে আসে। এ সময় শিয়ালের কামড়ে পরমেশ্বরদী ও ভিটি পাড়া গ্রামের সড়কে ও বসতভিটায় অবস্থান করা শাহজালাল (১৪), সোহাগ (১১), মো. হালিম (৫০) ও রুবী বেগমসহ (৬০) প্রায় ২০ জন আহন হয়।

ভিটি পাড়া গ্রামের মো. এছাক বলেন, বিকেল ৪টার দিকে একটি শেয়াল হঠাৎ লোকালয়ে চলে আসে। এ সময় যাকেই সামনে পেয়েছে কামড়ে আহত করেছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. ফাতেমা জানান, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১