• ঢাকা সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১
logo

যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাস চালানোর আহ্বান

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১৮:২৩
যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাস চালানোর আহ্বান
ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা প্রশাসনের সঙ্গে খুলনা ও বরিশালের বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিআরটি লায়লাতুল মাওয়াসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাস সার্ভিস চালানোর জন্য পরামর্শ দিয়ে বলেন, যাত্রীরা হচ্ছে রাস্তার রাজা। তাদের চাহিদামতো ভালো সার্ভিস না দিলে আপনারা লোকসানের মুখে পড়বেন। সবক্ষেত্রে যাত্রী সন্তুষ্টি অর্জন করতে হবে। সবগুলো মালিক সমিতিকে একসঙ্গে বাস সার্ভিস-রুট নির্ধারণ করার আহ্বান জানান তিনি।

এ সময় বাগেরহাট, রূপসা, খুলনা, মহিশপুরা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবানন থেকে রাতে ফিরবেন আরও ৩০ জন
ভিডিওকলে নববধূ ও প্রবাসী প্রেমিকের আত্মহত্যা, অতঃপর...
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২৬ দিনে এলো ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স