• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

নোয়াখালীতে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফ্রি মেডিকেল ক্যাম্প যুবদলের 

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১৮:৩৬

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকালে মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জেলা যুবদল। ক্যাম্পে চক্ষু, গাইনি ও চর্মসহ বিভিন্ন রোগের চিকিৎসা, রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে ওষুধপত্র বিরতণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান। জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জানান মেডিকেল ক্যাম্পে প্রায় ১৪শ’ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যেসেবা দেওয়া হয়েছে। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপ্যাল ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, ডা. শাহেদা আক্তার ও ডা. আব্দুর রাজ্জাকসহ ৯ জন চিকিৎসক রোগীদের চিকিৎসা দেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়