• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

অটোরিকশাচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১৮:৫৬
অটোরিকশাচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
ছবি : আরটিভি

ফরিদপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নওয়াব আলী মৃধা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার খাসকান্দি দীঘিরচালা গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে শাহিদ শেখ (৩৮) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনি গ্রামের মৃত হালিম শিকদারের ছেলে নজরুল সিকদার (৩৩)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাব্বি খান (২৩) সদর উপজেলার অম্বিকাপুর ধুলদি গোবিন্দপুর গ্রামের রিপন খানের ছেলে। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার বনি গ্রামের আবু বক্কর মুন্সির ছেলে হৃদয় হোসেন বাবুল (২৭) ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। অনেক রাত হলেও তিনি আর ওইদিন বাড়ি ফেরেননি। নিখোঁজের দুদিন পর কাজীরটেক এলাকায় বেড়িবাঁধের পাশ থেকে বাবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মামা দেলোয়ার হোসেন ফরিদপুর কোতয়ালি থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন উপায়ে হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে শনাক্ত করে। পরে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নওয়াব আলী মৃধা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
ব্যাটারিচালিত রিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
মোটরসাইকেলচাপায় প্রাণ গেল মা-মেয়ের 
স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের