• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রেন বিকল, অতঃপর... 

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ২০:৩৩
অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রেন বিকল, অতঃপর... 
ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিকল হয়ে গেছে ট্রেনের ইঞ্জিন।

রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার শিতলাই স্টেশন সংলগ্ন এলাকায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলস্টেশনের মাস্টার মহিউদ্দিন আজাদ।

স্থানীয়রা জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। স্টেশনের অদূরে মানুষ ও যানবাহন চলাচলের একটি ক্রসিং রয়েছে। ওই ক্রসিংয়ে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা উঠে পড়ে। এ সময় ট্রেনের চালক হর্ন দিতে থাকলে কোনোমতে অটোরিকশা থেকে চালক নেমে যান। তবে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। তবে কেউ হতাহত হননি।

এ বিষয়ে রাজশাহী রেলস্টেশনের মাস্টার মহিউদ্দিন আজাদ বলেন, অটোরিকশাকে ধাক্কা দেওয়ায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের তেলের লাইন ছিঁড়ে যায়। ঘটনার পর রাজশাহী থেকে একটি ইঞ্জিন এলে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুয়েটে নতুন উপাচার্য নিয়োগ 
পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
অটোরিকশাচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি