• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রেন বিকল, অতঃপর... 

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ২০:৩৩
অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রেন বিকল, অতঃপর... 
ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিকল হয়ে গেছে ট্রেনের ইঞ্জিন।

রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার শিতলাই স্টেশন সংলগ্ন এলাকায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলস্টেশনের মাস্টার মহিউদ্দিন আজাদ।

স্থানীয়রা জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। স্টেশনের অদূরে মানুষ ও যানবাহন চলাচলের একটি ক্রসিং রয়েছে। ওই ক্রসিংয়ে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা উঠে পড়ে। এ সময় ট্রেনের চালক হর্ন দিতে থাকলে কোনোমতে অটোরিকশা থেকে চালক নেমে যান। তবে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। তবে কেউ হতাহত হননি।

এ বিষয়ে রাজশাহী রেলস্টেশনের মাস্টার মহিউদ্দিন আজাদ বলেন, অটোরিকশাকে ধাক্কা দেওয়ায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের তেলের লাইন ছিঁড়ে যায়। ঘটনার পর রাজশাহী থেকে একটি ইঞ্জিন এলে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাচ মিসের মাশুল গুনলো ঢাকা, রাজশাহীর প্রথম জয়
তাসকিনের ৭ উইকেট, চ্যালেঞ্জিং লক্ষ্য রাজশাহীর
টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস
রাবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা ঝোলালেন শিক্ষার্থীরা