• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ভিমরুলের কামড়ে শিশুসহ আহত ৩০

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে ভিমরুলের কামড়ে শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের সকলেই পথচারী ও অটোরিকশা যাত্রী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- রহিমা (২৮), রাব্বি (১৬), রমজান (৩৫), আ. খালেক (৬০), সাদ্দাম (১৬), রাফাতসহ (২১) অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে সবার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থল এলাকায় একটি গাছে দীর্ঘদিন ধরে ভিমরুলের বাসা রয়েছে। ঘটনার সময় হঠাৎ একঝাঁক ভিমরুল ওই সড়কে চলাচল করা পথচারী, যাত্রী ও যান চালকসহ অনন্ত ৩০ জনকে কামড়ে আহত করে।

এ ঘটনায় আহত উপজেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী ফেরদৌসী বেগম বলেন, ইজিবাইকে রোগীদের নিয়ে আসার সময় গাভীশিমুল বড় মসজিদের সামনে হঠাৎ ভিমরুল আক্রমণ করে। এ সময় ৪০ দিন বয়সী শিশুসহ ৮ জন আহত হয়। পরে এই সড়কে চলাচল করা আরও অনেকেই আহত হন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হারুন অর রশিদ বলেন, ভিমরুলের কামড়ে আহত নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড শীতে কাঁপছে ঢাকা, কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর
১৪৮ চিকিৎসককে বদলি
মধ্যরাতে দম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলা, স্বামী নিহত
অধ্যাপক পদে ১১ চিকিৎসককে পদোন্নতি