শিশু ধর্ষণ মামলার আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
মাদারীপুরের শিবচরে শিশু ধর্ষণ মামলার আসামি রনি মোল্লাকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচ্চর এলাকা থেকে রনি মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের র্যাব ৮। গ্রেপ্তার রনি মোল্লা জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সামাদখার কান্দি গ্রামের কাদির মোল্লার ছেলে।
র্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে রনি। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে শিবচর উপজেলার পাচ্চর থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার মীর মনির জানান, আসামিকে শিবচর উপজেলার পাঁচ্চর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে গ্রেপ্তাকৃতকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এফআই/এসএ
মন্তব্য করুন