আমরা হজের খরচ কমিয়ে আনতে কাজ করছি, হিলিতে ধর্ম উপদেষ্টা
হজের খরচ কমিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলির আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আন্ওয়ারূল উলুম মাদরাসায় দোয়া ও আলোচনাসভায় এ কথা জানান তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা হজের খরচ কমিয়ে আনতে কাজ করছি। আর আপনাদের সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আগামী বুধবার হজের খরচ কমিয়ে দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। একটি পবিত্র কাবা থেকে ১ থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং অন্যটি পবিত্র কাবা শরিফ থেকে আড়াই থেকে ৩ কিলোমিটারের মধ্যে। আসা-যাওয়ার জন্য পাসপোর্ট থাকবে, থাকার জন্য ভালো রুম থাকবে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এবারের হজ যাত্রায় হাজিদের চিকিৎসার জন্য ২০০ জন মেডিকেল স্টাফ থাকবে। তাদের মধ্যে ৮০ জন এমবিবিএস ডাক্তার, ফার্মাসিস্ট, টেকনেশিয়ান ও নার্স নেওয়া হবে। সেইসঙ্গে ১ কোটি টাকার মেডিসিন নেওয়া হবে। এসবের টাকা কোনো হাজিদের দিতে হবে না।
হিলি আজিজিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ শামসুল হুদা খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে তিনি আরও বলেন, দেশপ্রেম না থাকলে দেশের প্রতি ভালোবাসা থাকেনা। এজন্য দেশপ্রেম থাকা জরুরি।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন